• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২১, ০৫:০৭ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ১১, ২০২১, ০৩:৫১ পিএম

মায়ার পাখি

মায়ার পাখি

কবুতর ঘুম থেকে উঠে ডাক দেয়
বড় মায়াবতী পাখি জেগে ওঠে প্রাণ,
অধিকার আছে বলে চোখ টেনে নেয়
চাঁদের আলোয় ভরিয়ে দেবে বাগান।


নিয়তি নিয়ে যাবে কোন্ সে মহাকালে
বনদেবী উদয় চন্দ্রদেবী সদয়,
ফাগুন মাসে আগুনরাঙা মায়াজালে
ঘুমচোখে হাতের ছোঁয়ায় কথা হয়।