• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২১, ০৮:৩২ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ১৩, ২০২১, ১২:১৫ পিএম

হলুদ পাখিটি 

হলুদ পাখিটি 

হলুদ পাখিটি কুটুম খুঁজতে খুঁজতে এ ডাল-ও ডালে
চঞ্চলা হরিণী হরিণের মায়ায় ছুটে চলে বনবাদারে
পিউকাহা মনের ভেতরে ডাকে, মনের ভেতরে কেবল
মায়াময় চোখ নদী, পাহাড় অরণ্যে সাঁতরায়।

আমি পাখিটির চোখেই সমুদ্র দেখি আর দেখি
হৃৎপিণ্ডের গভীরে ভালোবাসার বসতবাড়ি।

পালকের পরশ লাগে ডানাহীন প্রেমিকের হৃদয়ে
ও পাখি এসো এক ডালে বসি, দু’চোখে আকাশ দেখি
যেখানে স্বপ্নরা উড়ে যায় পাখি হয়ে, ঘুড়ি হয়ে
নাটাইয়ের টানে মিলিত হই সবুজ সরোবরে।