• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২১, ০৯:১০ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ৯, ২০২১, ০১:৫৫ পিএম

বিষমকাল

বিষমকাল

রণে নর-নারী ভজমান হেরি
সমেত মিলিতে নিরন্তর,
বিষমুখে ঢালে বিষমাখা তাড়ি
তৃষ্ণা ভজনে তৎপর।

সহসা মোহে লালসা ভিড়ে
লেহনীয় নয় এক রত্তি,
ইন্দ্রিয়সুখ পেলে বুঝি হয়
পিপাসার সমাপ্তি।

ভানে রং ঢং সাজের সং
রং হেরি না অভাব,
সংসাররূপ জগৎ লীলায়
গড়েছে সঙ্গ স্বভাব।

উচ্চে নিম্নে কর্মের তাড়না
হেয় রয় মগ্নচৈতন্যে,
মানবীয় মানব হয়েছে দানব
শোভনীয় যে অরণ্যে।

অন্তরে অন্তর স্বার্থপরায়ণ
জড়িত পক্কে-অকাল,
স্বাদে উন্মাদে ভবে পলায়ন 
না বুঝে বিষমকাল।