• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২১, ১১:১১ এএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২৫, ২০২১, ১১:১১ এএম

যাত্রা

যাত্রা

কুয়াশার ভোর, বিষণ্ণ হিম নদী
পেরিয়ে চলেছি তোমার আমন্ত্রণে,
সীমান্ত রেখা হারিয়ে যাওয়ার পথে
অক্ষরমোছা আঙ্গিকে প্রকরণে।

শরীর মেশে কি সব কোলাহল শেষে
ভোরের আকাশ জাগে ধুমায়িত কাপে
চশমার কাচ ধূসর হয়েছে বুঝি?
মুছে নিও তুমি রুমালে ও উত্তাপে।

‘মনে রেখো প্রিয়’ আঁকাবাঁকা হাতে লেখা
দূরে নির্জনে স্বপ্ন পোড়ানো ছাই
রাই কিশোরীর ভুল বানানের চিঠি
হারিয়ে গিয়েছে, মুছে গেছে মনটাই।

খাতা খুলে রাখি যেন বৃষ্টিরা ঘুরে এসে
নাম লিখে রাখে আমার বাংলাদেশে।