• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ১৩, ২০১৯, ১০:২০ এএম

সুপ্রিম কোর্ট বারের দু’দিনের ভোটগ্রহণ চলছে

সুপ্রিম কোর্ট বারের দু’দিনের ভোটগ্রহণ চলছে
গৃহায়ন ও গণপুর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম ও বিএনপি নেতা মওদুদ আহমদের শুভেচ্ছা বিনিময় - ছবি : কাশেম হারুন 

 

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চলছে সুপ্রিম কোর্ট বার সমিতি নির্বাচনের (২০০১৯ - ২০) ভোটগ্রহণ। 

বুধবার (১৩ মার্চ) সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়। সুপ্রিম কোর্ট বারের শহীদ শফিউর রহমান মিলনায়তনে এই ভোট গ্রহণ চলছে। টানা দুই দিনব্যাপী (আজ ও আগামীকাল) এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বারের কার্যনির্বাহী কমিটির ১৪টি পদে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৭টি সম্পাদকীয় ও ৭টি নির্বাহী সদস্যের পদ রয়েছে। এবারের নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে সরকার সমর্থিত সাদা প্যানেল এবং বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেল। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে সভাপতি পদে দুইজন এবং সদস্য পদের জন্য একজনসহ মোট ৩৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।


চলছে সুপ্রিম কোর্ট বার সমিতির ভোটগ্রহণ -ছবি : কাশেম হারুন

সাদা প্যানেলে সভাপতি পদে সমিতির সাবেক সম্পাদক জ্যেষ্ঠ আইনজীবী আবু মোহাম্মদ আমিন উদ্দিন (এ এম আমিন উদ্দিন) ও সম্পাদক পদে বাংলাদেশ আইন সমিতির সাবেক সম্পাদক আইনজীবী আবদুন নুর দুলালের নেতৃত্বে ১৪ জনের পূর্ণাঙ্গ প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।

নীল প্যানেলে বারের সাবেক সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী এবং সম্পাদক পদে বর্তমান সম্পাদক এএম মাহবুব উদ্দিন খোকনের নেতৃত্বে ১৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক এ ওয়াই মশিউজ্জামান। গত বছরের নির্বাচনেও তিনি একই দায়িত্বে ছিলেন। তার নেতৃত্বে একটি সাব-কমিটি দায়িত্ব পালন করছে।

মাআ/এসএমএম