• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ৭, ২০১৯, ১১:২০ এএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ৭, ২০১৯, ১১:২০ এএম

সিনহার বিষয়ে তদন্ত প্রতিবেদন পিছিয়ে ১৬ মে

সিনহার বিষয়ে তদন্ত প্রতিবেদন পিছিয়ে ১৬ মে
সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার- ফাইল ছবি


ঘুষ চাওয়ার অভিযোগে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে  সাবেক মন্ত্রী নাজমুল হুদার করা মামলার বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন পিছিয়ে আগামী ১৬ মে  ধার্য করেছে আদালত। রোববার (৭ এপ্রিল) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে দুনীতি দমন কমিশন (দুদক) তা করেনি।

তদন্ত কর্মকর্তা ও দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন প্রতিবেদন দাখিল না করার পরিপ্রেক্ষিতে  ঢাকা মহানগর হাকিম সত্যব্রত সিকদার নতুন এ দিন ধার্য করেন।

গত ২৭ সেপ্টেম্বর ঘুষ চাওয়ার অভিযোগ এনে সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে আইনজীবী নাজমুল হুদা বাদী হয়ে শাহবাগ থানায় মামলা করেন।

এতে হুদা অভিযোগ করেন, তত্ত্বাবধায়ক সরকারের আমলে তার বিরুদ্ধে দায়ের হওয়া একটি মামলা উচ্চ আদালতে ডিসমিস করার পরও প্ররোচিত হয়ে মামলাটির রায় পরিবর্তন করা হয়। মামলাটি ডিসমিস করতে দুই কোটি টাকা ও অন্য একটি ব্যাংক গ্যারান্টির আড়াই কোটি টাকার অর্ধেক এক কোটি ২৫ লাখ টাকা উৎকোচ চেয়েছিলেন সিনহা।

এমএ/টিএফ