• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ২১, ২০১৯, ০৮:১৪ পিএম
সর্বশেষ আপডেট : মে ২১, ২০১৯, ০৮:১৪ পিএম

ডাক্তারের ভুল চিকিৎসার শিকার বশেমুরবিপ্রবির ছাত্রী

ডাক্তারের ভুল চিকিৎসার শিকার বশেমুরবিপ্রবির ছাত্রী

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সমাজকল্যাণ বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী মরিয়ম সুলতানা মুন্নি গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিতে গেলে চিকিৎসক তাকে ভুল ইনজেকশন দেন। ইনজেকশনের প্রতিক্রিয়ায় মুন্নির শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে এবং তাকে এখন খুলনা শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

এ ব্যাপারে স্বজনরা জানান, মঙ্গলবার (২১ মে) সকালে পিত্তথলিতে পাথরজনিত সমস্যা নিয়ে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয় মুন্নিকে। পরে ডা. তপন কুমার মণ্ডলের নির্দেশে নার্স শাহনাজ তাকে গ্যাসের ইনজেকশনের স্থলে অ্যানেসথেশিয়া ইনজেকশন প্রয়োগ করেন। এর পরই জ্ঞান হারিয়ে ফেলেন মরিয়ম। পরিস্থিতি বেগতিক দেখে চিকিৎসকরা দায় সারার জন্য দ্রুত তাকে খুলনায় রেফার করেন।

এ ঘটনার পর থেকে স্বজন ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভিড় করছেন, উত্তেজনা বিরাজ করছে পুরো হাসপাতালে।

এনআই