• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: মে ২৫, ২০১৯, ০৯:৩৭ পিএম
সর্বশেষ আপডেট : মে ২৫, ২০১৯, ০৯:৩৭ পিএম

জেলা জজে পদোন্নতির জন্য প্রস্তুত করা হচ্ছে প্যানেল

জেলা জজে পদোন্নতির জন্য প্রস্তুত করা হচ্ছে প্যানেল
হাইকোর্ট-ফাইল ছবি

অতিরিক্ত জেলা জজ থেকে জেলা জজ পদে পদোন্নতির প্যানেল প্রস্তুতের কাজ হচ্ছে হাইকোর্টে। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ থেকে পাঠানো এক পত্রে এ তথ্য জানা গেছে।

অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মোহাম্মদ ওসমান হায়দারের পাঠানো পত্রে বলা হয়, ‘‘আইন ও বিচার বিভাগ কর্তৃক প্রেরিত পত্রের প্রেক্ষিতে অতিরিক্ত জেলা জজ হতে জেলা জজ পদে পদোন্নতির প্যানেল প্রণয়নের বিষয়টি অত্র কোর্টে প্রক্রিয়াধীন রযেছে। উক্ত প্যানেল প্রণয়নের বিষয়টি নিষ্পত্তির নিমিত্ত আইন ও বিচার বিভাগ কর্তৃক প্রেরিত পত্রে উল্লিখিত বিচার বিভাগীয় কর্মকর্তাগণের চাকরি জীবনের সকল বার্ষিক গোপনীয় অনুবেদন (এ.সি.আর) পাওয়া একান্ত আবশ্যক।’’

৩২ জন অতিরিক্ত জেলাম জজের ২০১৮ সালের এ.সি.আর. পাঠানোর অনুরোধ পাঠানো হয়।

বিচার বিভাগীয় এই কর্মকর্তারা হলেন- ১.কাজী এ এম জয়নাল আবেদীন, এ কে এম এনামুল করিম, মোহাম্মদ নজমুল হুদা তালুকদার, মোহাম্মদ রুস্তম আলী, মোহাম্মদ মোরশেদ ইমতিয়াজ, মোহাম্মদ জাহিদুল কবির, মোহাম্মদ ইমদাদুল হক, মোহাম্মদ নূরে আলম, আবু সালেহ মোহাম্মদ সালাহ্ উদ্দিন খাঁ, হুসাইন মুহাম্মদ ফজলুল বারী, এ ই এম  ইসমাইল হোসেন, মোহাম্মদ রেজাউল করিম, মোহাম্মদ হায়দার আলী খোন্দকার, নাজমুল হক শ্যামল, মোহাম্মদ আয়েজ উদ্দিন, মোহাম্মদ রকিবুল ইসলাম, বেগম মাকসুদা পারভীন, মোহাম্মদ মেহেদী হাসান তালুকদার, বেগম শরমিন জাহান, মোহাম্মদ আবদুল মোক্তাদির, মোহাম্মদ গোলাম কবির, বি এম তারিকুল কবীর, বেগম মাকসুদা খানম, আজিজুল হক, এফ এম মেজবাহউল হক, মোহাম্মদ আনোয়ারুল হক, মোহাম্মদ আবু হান্নান, বেগম কামরুল নাহার রুমী, মোহাম্মদ মাহাবুবুর রহমান, বেগম মোসাম্মৎ দিলারা আলো চন্দনা, মোহাম্মদ আলমগীর কবির রাজ ও শাহ মোহাম্মদ জাকির হাসান।

এমএ/এসএমএম