• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ২৬, ২০১৯, ০৪:০১ পিএম
সর্বশেষ আপডেট : মে ২৬, ২০১৯, ০৪:০১ পিএম

খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়ানাসংক্রান্ত প্রতিবেদন ৩০ জুন

খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়ানাসংক্রান্ত প্রতিবেদন ৩০ জুন

ধর্মীয় অনুভূতিতে আঘাত ও জাতিগত বিভেদ সৃষ্টির অভিযোগের মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদন দাখিলের তারিখ আগামী ৩০ জুন ধার্য করেছেন আদালত।

তামিল প্রতিবেদনটি দাখিলের জন্য পূর্ব নির্ধারিত দিন ধার্য ছিল রোববার। তবে গুলশান থানা পুলিশ প্রতিবেদন দাখিল না করার পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম জিয়াউর রহমান আগামী ৩০ জুন গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ঠিক করেন।

গত ২০ জানুয়ারি মামলাটিতে খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ জারি করে একই আদালত।

গত ১৮ ফেব্রুয়ারি একই আদালতে খালেদা জিয়ার জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবী। পর দিন খালেদা জিয়াকে গ্রেপ্তার সংক্রান্ত তামিল প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে জামিন শুনানির আদেশ দেন আদালত।

২০১৪ সালের ২১ অক্টোবর বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী এ মামলাটি দায়ের করেন।

খালেদা জিয়া ২০১৪ সালের ১৪ অক্টোবর বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে (আইইবি) শুভ বিজয়া অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে বিতর্কিত মন্তব্য করেন।

মামলাটিতে গত বছর ৩০ জুন খালেদা জিয়ার বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার ওসি (তদন্ত) জাফর আলী বিশ্বাস।

এমএ/বিএস