• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ২৬, ২০১৯, ০১:১২ পিএম
সর্বশেষ আপডেট : জুন ২৬, ২০১৯, ০১:১২ পিএম

পুরোনো রিভিশন মামলার তালিকা করতে হাইকোর্টের নির্দেশ

পুরোনো রিভিশন মামলার তালিকা করতে হাইকোর্টের নির্দেশ


সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচারাধীন থাকা ২০১০ সাল পর্যন্ত ফৌজদারি রিভিশন ও বাতিল আবেদনের তালিকা করতে নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। 

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেয়। তিন সপ্তাহের মধ্যে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রারকে প্রধান বিচারপতির কাছে এ তালিকা দাখিল করতে বলা হয়েছে।

দীর্ঘ ২৮ বছর ধরে সগিরা মোর্শেদ হত্যা মামলার বিচার কার্যক্রম স্থগিত করে জারি করা রুল খারিজ করে দেয়া রায়ে আজ বুধবার এই আদেশ দেয় আদালত ।

আদেশে মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেওয়া হয়েছে। ৬০ কার্য দিবসের মধ্যে তাদেরকে তদন্ত করতে হবে। তদন্ত শেষে ৯০ দিনের মধ্যে মামলাটির বিচার কার্যক্রম শেষ করতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ন ও ব্যারিস্টার মোতাহার হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ।

এমএ/আরআই