• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ২৬, ২০১৯, ০১:৪৫ পিএম
সর্বশেষ আপডেট : জুন ২৬, ২০১৯, ০১:৪৬ পিএম

জেলা হাসপাতালে আইসিইউ বেড ২৫৬, সিসিইউ বেড ৪২৩টি

জেলা হাসপাতালে আইসিইউ বেড ২৫৬, সিসিইউ বেড ৪২৩টি


দেশের জেলা সদর সরকারি হাসপাতালগুলোতে ২৫৬টি আইসিইউ বেড, আর ৪২৩টি সিসিইউ বেড আছে বলে আদালতকে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আজ বুধবার হাইকোর্টে এই প্রতিবেদন উপস্থাপন করা হয়।

এর পরিপ্রেক্ষিতে সারা দেশের সদর হাসপাতালগুলোতে ৩০ বেডের আইসিইউ/সিসিউ ইউনিট স্থাপনের অগ্রগতি প্রতিবেদন জানানোর আদেশ দিয়েছে আদালত। আগামী ২৯ জুলাইয়ের মধ্যে আদালতে তা জমা দেয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়।   

আদালতে রিটের পক্ষে শুনানি করেন বশির আহমেদ। তাকে সহায়তা করেন ব্যারিস্টার মনির হোসেন কাজল। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোতাহার হোসেন সাজু।

এমএ/আরআই