• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ১৮, ২০১৯, ০৩:২১ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ১৮, ২০১৯, ০৩:২১ পিএম

উল্লাপাড়ায় ট্রেন দুর্ঘটনা

নিহতদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ চেয়ে রিট

নিহতদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ চেয়ে রিট
অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় বর-কনেসহ নিহত ১১ জন নিহত হয়-ফাইল ছবি

সোমবার (১৫ জুলাই) অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় বর-কনেসহ নিহত ১১ জনের প্রত্যেকের পরিবারকে কোটি টাকা করে দিতে হাইকোর্টে একটি রিট করা হয়েছে। রিটে সিরাজগঞ্জের উল্লাপাড়ার ওই ঘটনায় আহতদের ১০ লাখ টাকা করে দিতেও আদেশ চাওয়া হয়েছে। তাছাড়া রেল কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনও লেভেল ক্রসিং স্থাপন থেকে বিরত থাকা, সারাদেশের অবৈধ রেল ক্রসিং বন্ধ, সব রেল ক্রসিংয়ে নিরাপত্তা নিশ্চিত করে যথাযথ গেটম্যান দেয়া এবং ট্রেনের ছাদে যাত্রী বহন না করতে ব্যবস্থা নিতে রিট আবেদনে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় মানবাধিকার সংগঠন ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব এ রিট করেন।

রিটে রেলসচিব, রেলওয়ের মহাপরিচালক, এলজিআরডি সচিব এবং এলজিইডির প্রধান প্রকৌশলীকে বিবাদী করা হয়েছে। এর আগে বুধবার (১৭ জুলাই) লিগ্যাল নোটিশ পাঠানো হয়।

সোমবার (১৫ জুলাই) সন্ধ্যায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেসের সঙ্গে একটি বরযাত্রীবাহী মাইক্রোবাসের সংঘর্ষ হয়। সংর্ঘষে বর-কনে ও শিশুসহ মোট ১১ জন নিহত এবং তিনজন আহত হয়।

এমএ/এসএমএম

আরও পড়ুন