• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ২২, ২০১৯, ০৩:৫২ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ২২, ২০১৯, ০৩:৫২ পিএম

রাজধানীর দুই সিটির স্বাস্থ্য কর্মকর্তাদের হাইকোর্টে তলব

রাজধানীর দুই সিটির স্বাস্থ্য কর্মকর্তাদের হাইকোর্টে তলব
হাইকোর্ট

রাজধানীরে দুই সিটি করপোরেশনের (ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন) স্বাস্থ্যবিষয়ক কর্মকর্তাদের তলব করেছেন হাইকোর্ট। বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মোহাম্মদ সোহরাওয়ার্দীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার (২২ জুলাই) এই আদেশ দেন। 

আদেশে আগামী ২৫ জুলাই তাদের আদালতে হাজির হয়ে মশা নিধনে ব্যর্থতার কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে।

মশা নিধনে ২৪ ঘণ্টার মধ্যে পদক্ষেপ গ্রহণের জন্য ঢাকার দুই মেয়রকে নির্দেশ দিয়েছিলেন এই বেঞ্চ। গত ১৪ জুলাইয়ের দেয়া ওই আদেশে ২২ জুলাইয়ের মধ্যে এ বিষয়ে নেয়া পদক্ষেপ আদালতকে জানাতেও বলা হয়েছিলো।

এ বিষয়ে শুনানির পর আজ দুই সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তাকে তলব করেন আদালত।

এমএ/বিএস 
 

আরও পড়ুন