• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ২৪, ২০১৯, ০৯:০৯ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ২৪, ২০১৯, ০৯:১১ পিএম

পাস্তুরিত দুধ : ৪ ল্যাবের প্রতিবেদন ২৮ জুলাই

পাস্তুরিত দুধ :  ৪ ল্যাবের প্রতিবেদন ২৮ জুলাই

বাজারে বিদ্যমান পাস্তুরিত দুধে ক্ষতিকর উপাদান আছে কি না, সে বিষয়ে ৪টি প্রতিষ্ঠানের ল্যাবের পরীক্ষা প্রতিবেদন ২৮ জুলাইয়ের মধ্যে আনুষ্ঠানিকভাবে দাখিল করতে বিএসটিআইকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ বুধবার (২৪ জুলাই) বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে বিএসটিআইয়ের শুনানি করেন ব্যারিস্টার সরকার এম আর হাসান। রিট আবেদনকারীর পক্ষে ছিলেন ব্যারিস্টার অনিক আর হক।

বুধবার সকালের মধ্যে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের ল্যাবরেটরি (সায়েন্স ল্যাব), আইসিডিডিআরবির ল্যাবরেটরি এবং বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (সাভার) ল্যাবরেটরি প্রতিবেদন আদালতে এফিডেবিট আকারে দাখিল করার জন্য বিএসটিআইয়ের প্রতি নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

বিএসটিআইয়ের আইনজীবী ব্যারিস্টার সরকার এম আর হাসান আদালতকে জানান, জনস্বাস্থ্য ইনস্টিটিউটের ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরেটরির প্রতিবেদন পাওয়া গেছে। এটা এফিডেবিটের জন্য সময় চাচ্ছি।

এ সময় রিট আবেদনকারীর আইনজীবী ব্যারিস্টার অনিক আর হক বলেন, চার ল্যাবের প্রতিবেদন দেখতে সময় দরকার। এজন্য সময় চাচ্ছি। এ সময় আদালত আগামী রোববার পরবর্তী শুনানি ও আদেশের জন্য দিন ধার্য করে আদেশ দেন। আদালত এ সময়ের মধ্যে ল্যাবের প্রতিবেদন এফিডেবিট আকারে দাখিল করতে বিএসটিআইকে নির্দেশ দেন।


এমএ/একেএস

আরও পড়ুন