• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ২৫, ২০১৯, ০৭:১৩ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ২৫, ২০১৯, ০৭:১৮ পিএম

নাটোরের ৫৬ মুক্তিযোদ্ধার নামে গেজেটে প্রকাশে হাইকোর্টের নির্দেশ

নাটোরের ৫৬ মুক্তিযোদ্ধার নামে গেজেটে প্রকাশে হাইকোর্টের নির্দেশ
হাইকোর্ট

নাটোর সদর উপজেলার ৫৬ জন মুক্তিযোদ্ধার নাম গেজেট আকারে প্রকাশ করতে মুক্তিযুদ্ধ বিষয়ক সচিবকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 

বৃহস্পতিবার (২৫ জুলাই) বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন। 

আদালতে মুক্তিযোদ্ধাদের পক্ষে শুনানি করেন আইনজীবী হুমায়ুন কবির বুলবুল। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইশরাত জাহান ও অমিত দাস গুপ্ত। 

২০০৬ সালের ৩০ মার্চ এবং ২৭ আগস্ট নাটোর জেলার মুক্তিযোদ্ধাদের বিষয়ে যথাযথ যাচাই-বাছাই শেষ করে জেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতি ও নাটোর জেলা প্রশাসক সদর উপজেলার ১৩১ জন মুক্তিযোদ্ধার নামে সরকারি গেজেটে প্রকাশের সুপারিশ করেন। তাদের মধ্যে কিছু সংখ্যক মুক্তিযোদ্ধার নামে গেজেট প্রকাশ করা হলেও ৫৬ জনের নাম বিগত ১৩ বছরেও গেজেট আকারে প্রকাশ করেনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এই ৫৬ জনের মধ্যে ৩ জন শহীদ মুক্তিযোদ্ধা এবং পরবর্তী সময়ে ১০ জন মুক্তিযোদ্ধা মৃত্যুবরণ করেন।

এই ১৩ জন মুক্তিযোদ্ধার উত্তরাধিকারীগণ এবং চলচ্চিত্র পরিচালক শেখ নজরুল ইসলাম ও সাংবাদিক রেজাউল করিমসহ মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারীরা ৫৬ জন মুক্তিযোদ্ধার পক্ষে হাইকোর্টে রিট দায়ের করেন।

এমএ/বিএস 
 

আরও পড়ুন