• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ২১, ২০১৯, ০৫:৫৭ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ২১, ২০১৯, ০৫:৫৭ পিএম

গোয়ালন্দের সাবেক ওসি দম্পতি কারাগারে

গোয়ালন্দের সাবেক ওসি দম্পতি কারাগারে

রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ও তার স্ত্রী জাকিয়া ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে দুদকের করা মামলায় আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন। 
 
আদালত সূত্রে জানা গেছে, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের মামলায় গোয়ালন্দ থানার সাবেক ওসি সাইফুল ইসলামকে ৭ বছর ও তার স্ত্রী জাকিয়া ইসলাম অনুকে ২ বছর কারাদণ্ড দেয়া হয়েছে। এ ছাড়া সাইফুল ইসলামকে ৩ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছর কারাদণ্ড দেয়া হয়েছে। তার স্ত্রীকে কারাদণ্ডের পাশাপাশি ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরো তিন মাস তাকে কারাগারে থাকতে হবে।

এছাড়া জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের আরেক মামলায় সাইফুল ইসলামকে পৃথক দুই ধারায় আরো ৭ বছর কারাদণ্ড দেয়া হয়েছে। এ মামলায় দুদক কমিশন আইন ২০০৪ এর ২৬(২) ধারায় দুই বছর কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড এবং দুদক কমিশন আইন ২০০৪ এর ২৭(১) ধারায় ৫ বছর কারাদণ্ডের পাশাপাশি ২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো ১ বছর কারাভোগ করতে হবে। বুধবার (২১ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। সাজা পরোয়ানা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

সাইফুল ইসলামের কারাদণ্ডাদেশ একসঙ্গে কার্যকর হবে বলে আদালত সূত্রে জানা গেছে। এ হিসাবে সাইফুল ইসলামকে ৭ বছর কারাভোগ করতে হবে।

এইচ এম/ এফসি

আরও পড়ুন