• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ২৫, ২০১৯, ১১:৪৯ এএম
সর্বশেষ আপডেট : আগস্ট ২৫, ২০১৯, ১১:৪৯ এএম

জেরার মুখোমুখি মাহি বি চৌধুরী

জেরার মুখোমুখি মাহি বি চৌধুরী

যুক্তরাষ্ট্রে অর্থপাচার ও জ্ঞাত আয় বহিভূর্ত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে বিকল্প ধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহি বি চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২৫ আগস্ট) দুদকের প্রধান কার্যালয়ে সকাল সোয়া ১০টা থেকে অনুসন্ধান কর্মকর্তা দুদক উপ-পরিচালক জালাল উদ্দিন আহাম্মদ তার জিজ্ঞাসাবাদ শুরু করেছেন। দুদকের জনসংযোগ দপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

তবে একই অভিযোগে তলব করা হলেও হাজির হননি মাহি বি চৌধুরীর স্ত্রী আশফাহ হক। গত ৭ আগস্ট তাদেরকে তলব করে দ্বিতীয় দফায় চিঠি দিয়েছিল সংস্থাটি।

তথ্য-উপাত্ত সংগ্রহে আরও সময় চেয়ে এ দম্পতির আবেদনের বিপরীতে ১৮ দিন সময় দিয়ে আজ (২৫ আগস্ট) উপস্থিত হয়ে বক্তব্য দেয়ার জন্য ফের তলব নোটিশ পাঠিয়েছিল দুদক।

এর আগে, গত ২৮ জুলাই দুদকের প্রধান কার্যালয় থেকে সাবেক রাষ্ট্রপতি ড. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর ছেলের গুলশানের বারিধারার (রোড নং ১২, বাড়ি ১৯) ঠিকানায় তলবি নোটিশ পাঠানো হয়। যেখানে তাদেরকে ৭ আগস্ট সকাল সাড়ে ১০টায় হাজির হতে বলা হয়েছিল।

দুদক সূত্রে জানা যায়, মাহি বি চৌধুরী ও তার স্ত্রী আশফাহ হকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অর্থ পাচারের মাধ্যমে জ্ঞাত আয় বহিভূর্ত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। চলতি বছরের জুন মাসে তাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক।

এইচএস/একেএস

আরও পড়ুন