• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ২৯, ২০১৯, ০৮:৪২ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ২৯, ২০১৯, ০৮:৪২ পিএম

আপাতত জেলেই থাকতে হচ্ছে বাবুল চিশতীকে

আপাতত জেলেই থাকতে হচ্ছে বাবুল চিশতীকে

হাইকোর্টে ফারমার্স ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মো. মাহবুবুল হক চিশতীর (বাবুল চিশতী) জামিন না হওয়ায় আপাতত জেলেই থাকতে হচ্ছে তাকে। জামিন আবেদনে নতুন কোন গ্রাউন্ড না থাকায় আদালত এই আদেশ দেন।

জামিন আবেদন শুনানি শেষে নতুন গ্রাউন্ড থাকলে সাপ্লিমেন্টারি পিটিশন দিয়ে জামিন শুনানি করতে বলেছে হাইকোর্ট।  

আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান  ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। দুদকের পক্ষে শুনানি করেন মো.খুরশীদ আলম খান। আইনজীবী আমিন উদ্দিন মানিক এসব তথ্য জানান।    
মামলার অভিযোগে বলা হয়, ১৫৯ কোটি ৯৫ লাখ ৪৯ হাজার ৬৪২ টাকা স্থানান্তর, হস্তান্তর ও মানি লন্ডারিংয়ের মাধ্যমে আত্মসাৎ করেন মাহবুবুল হক চিশতী।

মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪ ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ করায় দুদকের উপ-পরিচালক মো. সামছুল আলম গত ১০ এপ্রিল গুলশান থানায় ৬ জনকে আসামি করে এই মামলাটি করেন। সেদিনই তাকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, এর আগেও তার জামিন আবেদনের রুল শুনানি শেষে তা ডিসচার্জ হয়েছিল। আজকের জামিন আবেদনে নতুন কোন গ্রাউন্ড না থাকায় এই আদেশ দেন আদালত।

এমএ / একেএস

আরও পড়ুন