• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০১৯, ০২:৪৪ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১, ২০১৯, ০২:৪৪ পিএম

হাইকোর্টে জামিন আবেদন করলেন দুদকের বাছির

হাইকোর্টে জামিন আবেদন করলেন দুদকের বাছির
দুদকের বরখাস্ত পরিচালক খন্দকার এনামুল বাছির

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সংস্থাটির বরখাস্ত পরিচালক খন্দকার এনামুল বাছির জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন। সংস্থার  আইনজীবী খুরশিদ আলম খান গণমাধ্যমকে রোববার (০১ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৩ জুলাই খন্দকার এনামুল বাছিরের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

গত ২২ জুলাই রাতে রাজধানীর দারুস সালামের লালকুঠি এলাকার এক আত্মীয়ের বাসা থেকে এনামুল বাছিরকে গ্রেফতার করে দুদক। ২১ জুলাই ঘুষ কেলেঙ্কারি মামলায় পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে গ্রেফতার দেখানো হয়।

প্রসঙ্গত,৪০ লাখ টাকা ঘুষ লেনদেনের ঘটনায় এনামুল বাছির ও ডিআইজি মিজানুর রহমানের বিরুদ্ধে ১৬ জুলাই মামলা দায়ের করা হয়।ঘুষ লেনদেন নিয়ে তাদের কথোপকথনের অডিও রেকর্ডের সত্যতা পাওয়ার পর তাদের বিরুদ্ধে এ মামলা করা হয়।

নিম্ন আদালতে জামিন চেয়ে ব্যর্থ হয়ে হাইকোর্টে জামিন আবেদন করলেন এনামুল বাছির।

এমএ/বিএস 
 

আরও পড়ুন