• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০১৯, ০৮:৩৫ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ৯, ২০১৯, ০৮:৩৭ পিএম

বিহারিদের উচ্ছেদে হাইকোর্টের স্থিতাদেশ

বিহারিদের উচ্ছেদে হাইকোর্টের স্থিতাদেশ

মিরপুরের ১১ নম্বর সেকশনের সি ব্লকে অবস্থিত এমসিসি ও ফুটবল গ্রাউন্ড ক্যাম্পের ৩২ প্লট হতে বিহারিদের উচ্ছেদ কার্যক্রমের ওপর স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সোমবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ দুই মাসের জন্য এই আদেশ দেয়।

ক্যাম্পের বাসিন্দা মো. সেলিম ও কামরান হায়দারের করা এ সংক্রান্ত এক রিটের শুানানি নিয়ে এই আদেশ দেয় আদালত। আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মো. শাহজাহান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন বাপ্পী।

গত ৭ আগস্ট জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ বিহারি ক্যাম্প উচ্ছেদ কার্যক্রমে পুলিশের সহায়তা চেয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে চিঠি দেয়। ওই চিঠিতে এমসিসি ও ফুটবল গ্রাউন্ড ক্যাম্পের ৩২ প্লট হতে বিহারিদের উচ্ছেদ কার্যক্রমে পুলিশের সহায়তা চাওয়া হয়।

ওই চিঠির কপি পেয়ে সেখানে বসবাসরত বিহারিদের পক্ষ থেকে হাইকোর্টে রিট আবেদন করা হয়। আদালত শুনানি শেষে পুলিশকে দেয়া চিঠির কার্যকারিতার ওপর স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দেয়। একই সঙ্গে রুলও জারি করে।

এমএ / টিএফ
 

আরও পড়ুন