• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০১৯, ০৩:৩৫ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১১, ২০১৯, ০৩:৩৫ পিএম

কামাল হোসেনের গাড়িবহরে হামলা : প্রতিবেদন পেছালো অষ্টমবারের মতো

কামাল হোসেনের গাড়িবহরে হামলা : প্রতিবেদন পেছালো অষ্টমবারের মতো
গণফোরাম সভাপতি ড. কামাল- ছবি: সংগৃহীত

প্রবীণ রাজনীতিবীদ কামাল হোসেনসহ জাতীয় ঐক্যফ্রন্টের নেতা-কর্মীদের গাড়িবহরে হামলার অভিযোগে করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ১৬ অক্টোবর ধার্য করেছে আদালত।

মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য  তারিখে আজ বুধবার (১১ সেপ্টেম্বর) তদন্ত কর্মকর্তা দারুস সালাম থানার এসআই মো. জোবায়ের প্রতিবেদন দাখিল করেননি। এর পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী প্রতিবেদন দাখিলের নতুন এ তারিখ ঠিক করেন। এ নিয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৮ দফা সময় নিয়েছেন তদন্ত কর্মকর্তা।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেআগে গত ১৪ ডিসেম্বর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে বের হওয়ার সময় জাতীয় ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের গাড়িবহরে হামলা হয়। ওই ঘটনার পরে রাতে ঢাকা-১৪ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী সৈয়দ আবু বকর সিদ্দিক মামলাটি দায়ের করেন।

মামলায় আসামি করা হয়- দারুসসালাম থানা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ইসলাম, দারুসসালাম থানা ছাত্রলীগের নাবিল খান, দারুসসালাম থানা স্বেচ্ছাসেবক লীগের বাদল, ১২ নম্বর ওয়ার্ড যুবলীগের কর্মী সোহেল, দারুসসালাম থানা ছাত্রলীগের সভাপতি শেখ রাজন, দারুসসালাম থানা স্বেচ্ছাসেবক লীগের জুয়েল ও শেখ ফারুক, শাহআলী থানা ছাত্রলীগের সভাপতি জাকির, সাধারণ সম্পাদক সৈকত, দপ্তর সম্পাদক রনি, ছাত্রলীগকর্মী শাওন ও সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলাম শুভকে।

এমএ/টিএফ

আরও পড়ুন