• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০১৯, ০৪:৩৮ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১২, ২০১৯, ০৪:৩৯ পিএম

মহিলা দলের সভানেত্রী রাজিয়া সুলতানার জামিন নামঞ্জুর

মহিলা দলের সভানেত্রী রাজিয়া সুলতানার জামিন নামঞ্জুর

বংশাল থানায় দ্রব্য আইনের মামলায় জাতীয়তাবাদী মহিলা দলের ঢাকা মহানগর দক্ষিণের সভানেত্রী রাজিয়া আলম ওরফে রাজিয়া সুলতানার জামিন নামঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ঢাকা মহানগর হাকিম কেশব রায় চৌধুরী এই আদেশ দেন।

বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় রাজিয়া সুলতানাকে গ্রেপ্তার করে বংশাল থানা পুলিশ। পরে বিকালে তাকে আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন করেন বংশাল পুলিশ ফাঁড়ির এসআই নূর আলম। রাজিয়া সুলতানার পক্ষে তার আইনজীবী ইকবাল হোসেন ভূঁইয়া জামিন আবেদন করেন।

ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মণ্ডল তাকে কারাগারে পাঠিয়ে জামিন শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করে দেন। রাষ্ট্রপক্ষে সংশ্লিষ্ট থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা হেলাল উদ্দিন জামিনের বিরোধীতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুরের আদেশ দেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ২০১৮ সালের ৬ সেপ্টেম্বর মিছিল বের করে বংশাল থানাধীন আহম্মেদ বাওয়ানী স্কুলের দিকে আসামিরা অগ্রসর হয়। তারা চলাচলরত যানবাহনে বিঘ্ন সৃষ্টি করে, গাড়ি ভাঙচুর, দোকান-পাটে হামলা চালানোর চেষ্টাসহ এলাকার লোকজনকে ভয়-ভীতি প্রদর্শন পূর্বক ওই এলাকায় ভীতিকর পরিবেশ সৃষ্টি করে।

ওই অভিযোগে বংশাল পুলিশ ফাঁড়ির এসআই আজাহার হোসেন ওই দিনই মামলাটি দায়ের করেন। বংশাল থানার এসআই আবু সাইদ চৌধুরী মামলাটি তদন্ত করে গত ৩০ জুন রাজিয়া সুলতানাসহ ২৫ বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

এমএ/একেএস

আরও পড়ুন