• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০১৯, ০৪:৫৮ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১২, ২০১৯, ০৫:০৬ পিএম

খাদ্যে ভেজাল দেয়ায় স্টার কাবাব ও ঘরোয়ার ম্যানেজারকে কারাদণ্ড

খাদ্যে ভেজাল দেয়ায় স্টার কাবাব ও ঘরোয়ার ম্যানেজারকে কারাদণ্ড

খাদ্যে ক্ষতিকর পদার্থ ব্যবহারের দায়ে ধানমণ্ডি স্টার কাবাব শাখার ম্যানেজার মনিরুল ইসলামকে ৫ দিন এবং ঘরোয়া রেস্টুরেন্ট এর ম্যানেজার গোলাম রাব্বানিকে ২ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম শান্ত নূর চৌধুরী এ অভিযান পরিচালনা করেন।

ধানমণ্ডি এলাকার স্টার কাবাব এবং ঘরোয়া রেস্টুরেন্টে পরিচালিত এ অভিযানে মানব দেহের জন্য ক্ষতিকর পোড়া তেল, কাপড়ে ব্যবহারযোগ্য রং ব্যবহার, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ পাওয়ায় এবং কাঁচা ও রান্না করা মাংস ফ্রিজে এক সঙ্গে রাখার দায়ে ১৮৬ ধারা অনুযায়ী তাদের এ শাস্তি দেয়া হয়।

টিএইচ/একেএস

আরও পড়ুন