• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০১৯, ০৯:৫৮ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১৪, ২০১৯, ১০:১০ পিএম

২০ ও ২১ ডিসেম্বর আ.লীগের সম্মেলন

ছাত্রলীগের নেতৃত্ব থেকে শোভন-রাব্বানী বাদ

ছাত্রলীগের নেতৃত্ব থেকে শোভন-রাব্বানী বাদ
রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রাব্বানী - ফাইল ছবি
আল নাহিয়ান খান জয়কে ভারপ্রাপ্ত সভাপতি এবং লেখক ভট্টাচার্যকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক

ছাত্রলীগের সহ-সভাপতি আল নাহিয়ান খান জয়কে ভারপ্রাপ্ত সভাপতি এবং যুগ্ম সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়েছে। চাঁদাবাজির অভিযোগে সমালোচনার মুখে থাকা রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রাব্বানীকে ছাত্রলীগের নেতৃত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে। শনিবার ( ১৪ সেপ্টেম্বর) গণভবনে শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের একথা জানান। 

তিনি আরো বলেন, আগামী ২০ ও ২১ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। শুক্রবার ও শনিবার বিবেচনায় নিয়ে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। শুক্রবার বিকাল ৩টায় সম্মেলনের উদ্বোধন হবে। আওয়ামী লীগের সম্মেলন সাধারণ সোহরাওয়ার্দী উদ্যানেই হয়ে থাকে। এবারও তাই হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ থেকে শোভন ও রাব্বানীকে পদত্যাগ করতে বলা হবে। বর্তমান কমিটি আগামীতে কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি নির্বাচন করবে।

এএইচএস/ এফসি

আরও পড়ুন