• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০১৯, ০১:১২ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২৩, ২০১৯, ০১:১৪ পিএম

ফারুকী হত্যা : প্রতিবেদন দাখিল ৫ নভেম্বর

ফারুকী হত্যা : প্রতিবেদন দাখিল ৫ নভেম্বর
মাওলানা নূরুল ইসলাম ফারুকী

সুপ্রিম কোর্টের জামে মসজিদের খতিব ও একাধিক বেসরকারি টেলিভিশন চ্যানেলের ধর্মীয় অনুষ্ঠানের উপস্থাপক মাওলানা নূরুল ইসলাম ফারুকী হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৫ নভেম্বর (মঙ্গলবার) দিন ধার্য করেছে আদালত। 

সোমবার (২৩ সেপ্টেম্বর) ছিল মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য দিন। তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস নতুন এ দিন ধার্য করেন।

২০১৪ সালের ২৭ আগস্ট রাজধানীর পূর্ব রাজাবাজারের ১৭৪ নম্বরের নিজ বাড়িতে খুন হন মাওলানা চ্যানেল আইয়ের জনপ্রিয় অনুষ্ঠান ‘কাফেলা’র উপস্থাপক ও ইসলামী বক্তা নূরুল ইসলাম ফারুকী। ওইদিন এশার নামাজের পর আনুমানিক ৬-৭ যুবক ফারুকীর বাসায় তার স্ত্রী ও এক ছেলেসহ তিন স্বজনের হাত-পা বেঁধে পৃথক কক্ষে ফারুকীকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।

ওই ঘটনায় তার ছেলে ফয়সাল ফারুকী বাদী হয়ে অজ্ঞাতনামা ৮-১০ জনকে আসামি করে শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন।

এমএ/এসএমএম

আরও পড়ুন