• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০১৯, ১১:৫৯ এএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ৩০, ২০১৯, ১১:৫৯ এএম

বার কাউন্সিল পরীক্ষা দিতে হাইকোর্টে রিট

বার কাউন্সিল পরীক্ষা দিতে হাইকোর্টে রিট

স্টামফোর্ড ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে উত্তীর্ণ হওয়া ৪১ শিক্ষার্থী হাইকোর্টে একটি  রিট দায়ের করেছেন। রিটে বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন কার্ড ও ফরম পূরণের নির্দেশনা চেয়েছেন তারা।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) গণমাধ্যমকে রিটকারীদের আইনজীবী এ বি এম শাহজাহান আকন্দ মাসুম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আইন বিষয়ে উত্তীর্ণ হওয়া সত্ত্বেও স্টামফোর্ড ইউনিভার্সিটির ৪১ শিক্ষার্থীকে বাংলাদেশ বার কাউন্সিল আইনজীবী অন্তর্ভূক্তির পরীক্ষায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন কার্ড ও ফরম পূরণের সুযোগ দিচ্ছে না। তাই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ চেয়ে তারা হাইকোর্টে রিট দায়ের করেছেন। 

রিটে আইনসচিব, শিক্ষাসচিব, বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সচিব, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও স্টামফোর্ড ইউনিভার্সিটির ভিসিকে বিবাদী করা হয়েছে।

রিটকারী ৪১ জনকে রেজিস্ট্রেশন কার্ড প্রদান ও ফরম পূরণের সুযোগ দেয়ার নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।

এমএ/এসএমএম 

আরও পড়ুন