• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ৬, ২০১৯, ০২:০১ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ৬, ২০১৯, ০২:০২ পিএম

জামিন না মঞ্জুর

রিফাত হত্যা মামলার পলাতক ৪ আসামির আত্মসমর্পণ

রিফাত হত্যা মামলার পলাতক ৪ আসামির আত্মসমর্পণ

বরগুনার বহুল আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার চার্জশিটভুক্ত পলাতক চার আসামি আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন। রোববার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে তারা জামিনের আবেদন করেন। আদালতে আত্মসমর্পণ করা আসামিরা হচ্ছে, প্রাপ্তবয়স্কদের ৩ নম্বর অভিযুক্ত আসামি মোহাইমিনুল ইসলাম সিফাত, অপ্রাপ্তবয়স্কদের ২ নম্বর অভিযুক্ত রাকিবুল হাসান রিফাত হাওলাদার (১৫), তিন নম্বর অভিযুক্ত আবু আবদুল্লাহ রায়হান (১৬) এবং ১২ নম্বর অভিযুক্ত প্রিন্স মোল্লা (১৫)।

আদালতের বিচারক মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজী প্রাপ্তবয়স্ক অভিযুক্তদের নিয়ে গঠিত অভিযোগপত্রের ৩ নম্বর অভিযুক্ত আসামি মোহাইমিনুল ইসলাম রিফাতের (১৯) জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং আত্মসমর্পণ করা অপর তিন অপ্রাপ্তবয়স্ক অভিযুক্তের জামিন আবেদন শুনানির জন্য শিশু আদালতে প্রেরণ করেন।

শিশু আদালতের বিচার মো. হাফিজুর রহমান জামিনের শুনানি শেষে অপ্রাপ্তবয়স্ক ২ নম্বর অভিযুক্ত রাকিবুল হাসান রিফাত হাওলাদার (১৫), তিন নম্বর অভিযুক্ত আবু আবদুল্লাহ রায়হান (১৬) এবং ১২ নম্বর অভিযুক্ত প্রিন্স মোল্লার (১৫) জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। 

আসামি পক্ষের আইনজীবী গোলাম মোস্তফা কাদের জানিয়েছেন, আদালতে আত্মসমর্পণের পরে তিনিই চার আসামির পক্ষে জামিন আবেদন করে শুনানিতে অংশগ্রহণ করেছেন।  

গত ৩ অক্টোবর বরগুনার সিনিয়র জুডিশিয়াল আদালতের বিচারক মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজী এ মামলার পলাতক আট অভিযুক্তের মালামাল ক্রোকের নির্দেশ দেন। এ মামলার চার অভিযুক্ত এখনও পলাতক রয়েছেন। এরা হলেন প্রাপ্তবয়স্ক অভিযুক্তদের নিয়ে গঠিত অভিযোগপত্রের ৬ নম্বর অভিযুক্ত মো. মুসা (২২), অপ্রাপ্তবয়স্ক অভিযুক্তদের নিয়ে গঠিত অভিযোগপত্রের ৬ নম্বর অভিযুক্ত মো. নাইম (১৭), ৯ নম্বর অভিযুক্ত মো. রাকিবুল হাসান নিয়ামত (১৫) এবং ১০ নম্বর আসামি মো. সাইয়েদ মারুফ বিল্লাহ ওরফে মহিব্বুল্লাহ (১৭)।


কেএসটি

আরও পড়ুন