• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ৭, ২০১৯, ০৭:৩৮ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ৭, ২০১৯, ০৭:৩৮ পিএম

হোল্ডিং নম্বর দিতে গড়িমসি, অভিযানে দুদক

হোল্ডিং নম্বর দিতে গড়িমসি, অভিযানে দুদক

আবেদন করার আড়াই মাসেও মেলেনি হোল্ডিং নম্বর। বরং নথি আটকে নির্ধারিত ফি’র অতিরিক্ত অর্থ আদায়ের চেষ্টায় এমন আচরণ করা হচ্ছে। ভুক্তভোগীর কাছ থেকে দুদকের হটলাইনে এমন অভিযোগ পেয়ে অভিযান নামে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরে অভিযানে নেমে অভিযোগের সত্যতা পেয়েছে দুদকের টিম।

সোমবার (৭ অক্টোবর) দুদকের সহকারী পরিচালক আফরোজা হক খানের নেতৃত্বে একটি দল ডিএনসিসির মিরপুর ১০ নম্বরে অবস্থিত ৪ নম্বর জোন কার্যালয়ে অভিযান চালায়। দুদকের মুখপাত্র প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, দুদকের হটলাইনে একজন ভুক্তভোগী অভিযোগ করেন যে, বেশ কিছুদিন আগে হোল্ডিং নম্বরের জন্য আবেদন করলেও তাকে হোল্ডিং নম্বর না দিয়ে নির্ধারিত ফি’র বাড়তি টাকা নেয়ার উদ্দেশ্যে হয়রানি করা হচ্ছিল। দুদক দলের অভিযানের ভিত্তিতে হোল্ডিং নম্বর প্রদান সংক্রান্ত চিঠি বিতরণের দায়িত্বে থাকা উপ-কর কর্মকর্তাকে গাফিলতির ব্যাখ্যা চেয়ে কৈফিয়ত তলব করা হয়। এছাড়া দুদক দলের উপস্থিতিতে তাৎক্ষণিকভাবে অভিযোগকারীর আবেদনের নিষ্পত্তি করা হয়।

এইচএস/টিএফ

আরও পড়ুন