• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ৯, ২০১৯, ০৭:২০ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ৯, ২০১৯, ০৭:২১ পিএম

ফাহাদ হত্যা

জড়িতদের সর্বোচ্চ শাস্তি চান সুপ্রিম কোর্ট বারের সভাপতি

জড়িতদের সর্বোচ্চ শাস্তি চান সুপ্রিম কোর্ট বারের সভাপতি
শহীদ শফিউর রহমান মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ এম আমিন উদ্দিন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন। একই সঙ্গে দায়ীদের দ্রুত বিচার করার দাবিও জানিয়েছেন তিনি।

বুধবার (৯ অক্টোবর) সমিতি ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

তিনি বলেন, আমি মনে করি দুষ্কৃতিকারীদের কোনো দল ও পরিচয় নেই, তাদের একমাত্র পরিচয় তারা দুষ্কৃতিকারী। যারা আবরারকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে তারা মেধাবী ছাত্র হলেও মানুষ না, কারণ কোনো মানুষ এমন নির্মমভাবে কাউকে পিটিয়ে হত্যা করতে পারে না।

ফাহাদ হত্যাকাণ্ডের বিচার নিয়ে যেন কোনো রাজনীতি না হয় সে আহ্বানও জানান তিনি। তিনি বলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সব ধরনের অপরাধ-নির্যাতনের বিরোধী। আমরা বুয়েট ছাত্র আবরারকে নির্মমভাবে পিটিয়ে হত্যার তিব্র নিন্দা জানাই। এ ঘটনায় যারা দায়ী তাদের দ্রুত বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তির দাবি করছি।

সংবাদ সম্মেলনে সমিতির সহ-সভাপতি জসিম উদ্দিন ও কার্যনির্বাহী কমিটির সদস্য  শামীম সরদার উপস্থিত ছিলেন।

এমএ/একেএস 

আরও পড়ুন