• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ৯, ২০১৯, ০৯:৩৭ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ৯, ২০১৯, ০৯:৩৭ পিএম

তাভেলা সিজার হত্যা : ১১ নভেম্বর তদন্ত কর্মকর্তাকে জেরা 

তাভেলা সিজার হত্যা : ১১ নভেম্বর তদন্ত কর্মকর্তাকে জেরা 
তাভেলা সিজার - ফাইল ছবি

ইতালির নাগরিক তাভেলা সিজার হত্যা মামলায় প্রথম তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক সাব্বির রহমানকে পরবর্তী জেরার জন্য আগামী ১১ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েশের আদালতে আজ বুধবার (৯ অক্টোবর) তাকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। এদিন জেরা শেষ না হওয়ায় পরবর্তী জেরার জন্য ১১ নভেম্বর দিন ধার্য করেন আদালত।

২০১৫ সালের ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর গুলশানে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন ইতালির নাগরিক তাভেলা সিজার। পরে ২০১৬ সালের ২২ জুন এম এ কাইয়ুমসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক গোলাম রাব্বানী।

আলোচিত এ মামলার অন্য আসামিরা হলেন- কাইয়ুমের ভাই আব্দুল মতিন, তামজিদ আহম্মেদ, রাসেল চৌধুরী, মিনহাজুল আরেফিন ওরফে ভাগ্নে রাসেল, ভাঙারি সোহেল ও শাখাওয়াত হোসেন। আসামিদের মধ্যে কাইয়ুম ও সোহেল পলাতক। অপর পাঁচ আসামি কারাগারে রয়েছেন।

এমএ / এফসি