• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ১৭, ২০১৯, ০৬:০৭ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১৭, ২০১৯, ০৬:০৭ পিএম

পারমাণবিক বিদ্যুতকেন্দ্রে দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত দুদকের

পারমাণবিক বিদ্যুতকেন্দ্রে দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত দুদকের

দেশের প্রথম ও একমাত্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের ‘বালিশ কাণ্ড’সহ অন্যান্য দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে দুদকের উপ-পরিচালক নাসির উদ্দিনকে প্রধান করে তিন সদস্যের অনুসন্ধান দলও গঠন করা হয়েছে। অনুসন্ধান দলের অপর দুই সদস্য হলেন- সংস্থাটির সহকারী পরিচালক আতিকুর রহমান ও উপ-সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুদক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত জানায়।

গত জুন মাসে একটি জাতীয় দৈনিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের আবাসন পল্লীর আসবাবপত্র কেনাসহ আনুষঙ্গিক কাজে দুর্নীতি নিয়ে প্রতিবেদন প্রকাশ হয়। এ নিয়ে দেশজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে গত ১৮ জুন জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক থেকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে একজন অতিরিক্ত সচিব এবং গণপূর্ত অধিদফতর থেকে একজন অতিরিক্ত প্রধান প্রকৌশলীর নেতৃত্বে আলাদা দুটি তদন্ত কমিটি গঠন করা হয়।

এইচএস/এসএমএম

আরও পড়ুন