• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ১৭, ২০১৯, ০৬:১৮ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১৭, ২০১৯, ০৬:২৩ পিএম

হলি আর্টিজান মামলা

তদন্ত কর্মকর্তার জবানব‌ন্দি গ্রহণ শুরু

তদন্ত কর্মকর্তার জবানব‌ন্দি গ্রহণ শুরু
হলি আর্টিজানে যৌথ বাহিনীর কমান্ডো অভিযান-ফাইল ছবি

গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গি হামলার ঘটনায় হওয়া মামলায় জবানব‌ন্দি দিয়েছেন মামলার তদন্তকারী ক‌র্মকর্তা কাউন্টার টেরোরিজমের প‌রিদর্শক হুমায়ুন ক‌বির। এর মাধ্যমে ওই ঘটনার তদন্ত কর্মকর্তার জবানবন্দি গ্রহণ শুরু হ‌লো।

বৃহস্প‌তিবার (১৭ অ‌ক্টোবর) জবানব‌ন্দি দেন হুমায়ূন কবির। সন্ত্রাসবি‌রোধী বি‌শেষ ট্রাইব্যুনা‌লের বিচারক মজিবুর রহমান তার জবানব‌ন্দি রেকর্ড ক‌রেন। জবানব‌ন্দি গ্রহণ শেষ না হওয়ায় অসমাপ্ত জবানব‌ন্দি ও জেরার জন্য আগামী ২১ অক্টোবর (সোমবার) দিন ধার্য ক‌রেন আদালত।

এই মামলায় সব‌ মি‌লি‌য়ে এখন পর্যন্ত ১১৩ জন সাক্ষ্য দি‌য়ে‌ছেন। তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহ‌ণের মধ্য দি‌য়ে এই মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হ‌বে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন রাষ্ট্রপ‌ক্ষের আইনজীবী গোলাম ছা‌রোয়ার খান জা‌কির। এরপর যু‌ক্তিতর্ক শে‌ষে মামলার রায় ঘোষণা করা হ‌বে।

বিভিন্ন অভিযানে ১৩ জঙ্গি নিহত হওয়ায় তাদের অব্যাহতির সুপারিশ করেন তদন্ত কর্মকর্তা। পরে মামলা থেকে তাদের অব্যাহতি দেয়া হয়।

আরএম/এসএমএম

আরও পড়ুন