• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ১৭, ২০১৯, ০৭:৫৯ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১৭, ২০১৯, ০৮:০০ পিএম

বাবুল চিশতীসহ ৮ আসামির বিরুদ্ধে দুদকের মামলা

বাবুল চিশতীসহ ৮ আসামির বিরুদ্ধে দুদকের মামলা

মামলা অনুমোদনের তৃতীয় দিনের মাথায় ফারমার্স ব্যাংকের নিরীক্ষা কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতীসহ ৮ আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের বিরুদ্ধে ৮৮ কোটি ১৬ লাখ ১৭ হাজার টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগ আনা হয়েছে। বর্তমানে সুদসহ ওই টাকার পরিমাণ দাঁড়িয়েছে ১১৪ কোটি ৩৪ লাখ ৩০ হাজার।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ সংস্থার উপ-পরিচালক মো. সামছুল আলম  মামলাটি করেন। গত ১৩ অক্টোবর আসামিদের বিরুদ্ধে মামলার অনুমোদন দেয় দুদক।

বাকি ৭ আসামি হলেন- বাবুল চিশতীর ভাই মাজেদুল হক ওরফে শামীম চিশতী, ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে এম এম শামীম, শাবাবা অ্যাপারেলসের মালিক মো. আবদুল ওয়াদুদ ওরফে কামরুল, এডিএম ডাইং অ্যান্ড ওয়াশিংয়ের মালিক রাশেদ আলী, তনুজ করপোরেশনের মালিক মো. মেফতাহ ফেরদৌস, মোহাম্মদ আলী ট্রান্সপোর্টের মালিক মো. গোলাম সারোয়ার ও ক্যানাম প্রোডাক্টসের মালিক ইসমাইল হাওলাদার। 

২০১৭ সাল থেকে ফারমার্স ব্যাংকে জালিয়াতির ঘটনা অনুসন্ধান করছে দুদক। দুদকের অনুসন্ধানে নথিপত্রের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনও পর্যালোচনা করা হয়। প্রতিবেদনে বলা হয়, গ্রাহকের ঋণের ভাগ নিয়েছেন ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর ও মাহবুবুল হক চিশতী। এর মাধ্যমে দুজনের নৈতিক স্খলন ঘটেছে এবং তারা জালিয়াতির আশ্রয় নিয়েছেন।

২০১২ সালে রাজনৈতিক বিবেচনায় অনুমোদন পাওয়া ফারমার্স ব্যাংক যাত্রা শুরুর পরই অনিয়মে জড়িয়ে পড়ে। আস্থার সঙ্কটে আমানতকারীদের অর্থ তোলার চাপ বাড়ে। পরিস্থিতির অবনতি হলে পদ ছাড়তে বাধ্য হন মহীউদ্দীন খান আলমগীর ও মাহবুবুল হক চিশতী।

এইচএস/একেএস

আরও পড়ুন