• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২১, ২০১৯, ০৯:৫৭ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২১, ২০১৯, ০৯:৫৭ এএম

হাইকোর্টের নতুন ৯ অতিরিক্ত বিচারপতির শপথ আজ

হাইকোর্টের নতুন ৯ অতিরিক্ত বিচারপতির শপথ আজ

হাইকোর্টে নিয়োগ পাওয়া ৯ জন নতুন অতিরিক্ত বিচারপতির শপথ আজ সোমবার (২১ অক্টোবর)। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন তাদের শপথ বাক্য পাঠ করাবেন।

সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দায়িত্ব পালনের জন‌্য এই ৯ জনকে অতিরিক্ত বিচারপতি হিসেবে রোববার (২০ অক্টেবর) নিয়োগ দেয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

এতে বলা হয়, সংবিধানের ৯৮ অনুচ্ছেদের ক্ষমতাবলে তাদের শপথগ্রহণের তারিখ হতে অনধিক দুই বছরের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এ নিয়োগ শপথগ্রহণের দিন থেকে কার্যকর হবে।

যাদের নিয়োগ দেয়া হয়েছে তারা হলেন- কাজী এবাদত হোসেন, কে এম জাহিদ সরওয়ার কাজল, কাজী জিনাত হক, মো.মাহমুদ হাসান তালুকদার মিন্টু, জাকির হোসেন, সাহেদ নুর উদ্দিন, আখতারুজ্জামান, একেএম জহিরুল হক ও মাহবুবুল ইসলাম।

এমএ/ একেএস

আরও পড়ুন