• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ৪, ২০১৯, ০৪:০৮ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ৪, ২০১৯, ০৬:২১ পিএম

রেসিডেন্সিয়ালে শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় ক্ষোভ মন্ত্রিসভায় 

রেসিডেন্সিয়ালে শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় ক্ষোভ মন্ত্রিসভায় 
ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নাইমুল আবরার রাহাত - ফাইল ছবি

ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থী নাইমুল আবরার রাহাতের অকালমৃত্যুর বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে অসন্তোষ প্রকাশ করা হয়েছে। বিশেষ করে আবরারের মৃত্যুর পরও কলেজের মাঠে কিশোর আলোর অনুষ্ঠান চালিয়ে যাওয়া এবং ঘটনাটি কলেজ কর্তৃপক্ষকে না জানানোর বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছে মন্ত্রিসভা। মন্ত্রিসভার অনির্ধারিত আলোচনায় এই কিশোর শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি উঠে আসে।

মন্ত্রণালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ    - ছবি : জাগরণ

তথ্যমন্ত্রী আরো জানান, ফাহাদের পকেটে থাকা আইডি কার্ড দেখে তার মৃত্যুর সংবাদ কলেজ কর্তৃপক্ষকে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। এ বিষয়ে দ্রুত তদন্ত শেষ হবে বলে আশা প্রকাশ করে মন্ত্রিসভা।

আজ সোমবার (৪ নভেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের নিজ দপ্তরে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ একথা জানান। এর আগে সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।

এমএএম/ এফসি

আরও পড়ুন