• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: নভেম্বর ৫, ২০১৯, ০৯:৫১ এএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ৫, ২০১৯, ০৯:৫১ এএম

শ্রমিকদের ছয়’শ কোটি টাকা দিতে শেভরনকে হাইকোর্টের নির্দেশ

শ্রমিকদের ছয়’শ কোটি টাকা দিতে শেভরনকে হাইকোর্টের নির্দেশ

তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনকারী যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি শেভরনকে তাদের লভ্যাংশ থেকে ৬০২ কোটি টাকা প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের দেয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ সংক্রান্ত রায়ে প্রতিষ্ঠানটির ৬শ’ কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের মধ্যে সমভাবে বণ্টন করতে তেল-গ্যাস উত্তোলনকারী প্রতিষ্ঠানটির প্রতি নির্দেশ দিয়েছে আদালত।  

সোমবার (৪ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।

এর আগে, কোম্পানির ঢাকা ও সিলেট কার্যালয়ে কর্মরত ৫৩১ জন কর্মকর্তা-কর্মচারী-শ্রমিক ৩ বছর আগে এ রিট আবেদন করেন।

রিট আবেদনকারীর পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ব্যারিস্টার ওমর সাদাত, ব্যারিস্টার আবির আব্বাস চৌধুরী ও ব্যারিস্টার আয়েশা। শেভরনের পক্ষে ছিলেন ড. নাইম আহমেদ।

রায়ের পর ব্যারিস্টার ওমর সাদাত সাংবাদিকদের বলেন, শ্রম আইন- ২০০৬ অনুযায়ী কোম্পানির লভ্যাংশের ৫ শতাংশ কর্মকর্তা-কর্মচারী-শ্রমিকদের মধ্যে বণ্টন করতে হবে। কিন্তু শেভরন ২০০৬ থেকে ২০১৩ সাল পর্যন্ত কোনো লভ্যাংশ কর্মকর্তা-কর্মচারী-শ্রমিকদের দেয়নি।

এ কারণে রিট আবেদন করা হয়। ইতোমধ্যে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শেভরনের একটি সমঝোতা চুক্তি হয়েছে। শেভরন টাকা দিতে রাজি হয়েছে। এটা আদালতকে জানানো হয়েছে। এ অবস্থায় আদালত রায় দেয়।

এমএ/টিএফ

আরও পড়ুন