• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১২, ২০১৯, ০১:১৪ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১২, ২০১৯, ০১:১৪ পিএম

টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্র থেকে মুক্তি পেল দণ্ডিত ১২১ শিশু 

টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্র থেকে মুক্তি পেল দণ্ডিত ১২১ শিশু 

বিভিন্ন সময় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত হয়ে গাজীপুর মহানগরীর টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রে বন্দি থাকা ১২১ জন শিশু মুক্তি পেয়েছে। সোমবার (১১ নভেম্বর) রাত ৯টার দিকে অভিভাবকদের কাছে এসব শিশুদেরকে বুঝিয়ে দেয় শিশু উন্নয়ন কেন্দ্রের কর্তৃপক্ষ। ১২১ শিশুর মধ্যে ১২ বছরের নিচে থাকা ১১ জন শিশুকে ছেড়ে দেয়া হয়েছে। বাকি ১২-১৮ বছর বয়সের শিশুদের আদালতের মাধ্যমে জামিন দেয়া হয়েছে।

টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক মোহাম্মদ এহিয়াতুজ্জামান জানান, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী ১২ বছরের নিচে থাকা ১১ জন শিশুকে ছেড়ে দেয়া হয়েছে। বাকি যাদের বয়স ১২-১৮ বছর তাদেরকে সংশ্লিষ্ট শিশু আদালতের সন্তুষ্টি সাপেক্ষে ৬ মাসের জামিন দেয়া হয়েছে। এ বিষয়ে শিশু আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

কেএসটি

আরও পড়ুন