• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১২, ২০১৯, ০৩:০৫ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১২, ২০১৯, ০৩:১৫ পিএম

ইলেকট্রনিক মিডিয়ার কর্মীদের নবম ওয়েজ বোর্ড কেন নয় : হাইকোর্ট

ইলেকট্রনিক মিডিয়ার কর্মীদের নবম ওয়েজ বোর্ড কেন নয় : হাইকোর্ট

ইলেকট্রনিক মিডিয়ার কর্মীদের নবম ওয়েজ বোর্ডসহ পরবর্তী ওয়েজ বোর্ডগুলোর আওতায় আনার নির্দেশ কেন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১২ নভেম্বর) বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।

রুলে নবম ওয়েজ বোর্ডের গেজেটে থাকা মন্ত্রিপরিষদের ৩টি সুপারিশ কেন বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে না, তাও জানতে চেয়েছেন হাইকোর্ট। এই তিনটি সুপারিশ হচ্ছে- সংবাদকর্মীরা আয়কর দেবেন, ১মাসের গ্র্যাচুইটি পাবেন ও নবম ওয়েজ বোর্ড পর্যায়ক্রম অনুসরণযোগ্য। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে আদালত এই আদেশ দেন।  

এমএ/একেএস


 

আরও পড়ুন