• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১৩, ২০১৯, ০৯:৫১ এএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১৩, ২০১৯, ০৯:৫১ এএম

সম্রাট ও আরমানের বিরুদ্ধে দুদকের মামলা

সম্রাট ও আরমানের বিরুদ্ধে দুদকের মামলা
ইসমাইল চৌধুরী ওরফে সম্রাট ও এনামুল হক আরমান (ডানে)

ক্যাসিনোসংশ্লিষ্টতার মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী ওরফে সম্রাট ও তার সহযোগী এনামুল হক আরমানের বিরুদ্ধে আলাদা মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

বুধবার (১৩ নভেম্বর) সংস্থার উপ-পরিচালক জাহাঙ্গীর আলম বাদি হয়ে ঢাকা-১ সমন্বিত জেলা কার্যালয়ে এ মামলা দায়ের করেন।

মামলার এজহারে ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে ২কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ তুলে ধরা হয়েছে।

একই সময়ে মামলা হয়েছে বহিষ্কৃত ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি এনামুল হক আরমানের বিরুদ্ধে। তার বিরুদ্ধে ২ কোটি ৫ লাখ ৪০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ করা হয়েছে।

ক্যাসিনোবিরোধী অভিযান শুরু হওয়ার পর এর সঙ্গে যুবলীগের প্রভাবশালী নেতা সম্রাটের জড়িত থাকার বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে উঠে আসে। এর পর পরই আত্মগোপনে চলে যান তিনি।

 সে সময় পুলিশের পক্ষ থেকে বলা হয়, ‘‘সম্রাট নজরদারিতেই আছেন, সুনির্দিষ্ট প্রমাণ মিললেই তাকে গ্রেফতার করা হবে।’’ 

গত ৬ অক্টোবর কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সম্রাট ও তার সহযোগী আরমানকে গ্রেফতার করা হয়।

এসএমএম

আরও পড়ুন