• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১৫, ২০১৯, ১০:৫৫ এএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১৫, ২০১৯, ১১:০০ এএম

হলি আর্টিজান মামলার রায় যে কোনও দিন

হলি আর্টিজান মামলার রায় যে কোনও দিন

হলি আর্টিজান মামলায় রায় ঘোষণা করা হবে যে কোনও দিন। জানালেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। দাবি করেন, যুক্তিতর্কে আসামিদের অপরাধ প্রমাণ করতে পেরেছেন তারা। তবে বিশ্লেষকরা বলছেন, এ মামলার চার্জশিটই দুর্বল। তাই আইনের ফাঁক গলে বেরিয়ে যেতে পারে আসল অপরাধীরা। ২০১৬ সালের পয়লা জুলাই। গুলশানের হলি আর্টিজান বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলা। যাতে নিহত হন দেশি-বিদেশি ২১ জন। পরদিন ভোরে কমান্ডো অভিযানে নিহত হয় পাঁচ হামলাকারী।

এ ঘটনায় দায়ের করা মামলা তদন্তের ভার পড়ে কাউন্টার টেররিজম ইউনিটের ওপর। সাঁড়াশি অভিযানে নামে আইন-শৃঙ্খলা বাহিনী। হলি আর্টিজান হামলার প্রধান পরিকল্পনাকারী তামীম চৌধুরীসহ, বিভিন্ন সময় আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহত হয় আটজন। পুলিশ ও র‍্যাবের অভিযানে বিভিন্ন সময় ধরা পড়ে বেশ কয়েকজন।

ঘটনার দুই বছর পর আদালতে মামলার চার্জশিট দেয় কাউন্টার টেররিজম ইউনিট। যেখানে আটজনকে আসামি করা হয়। সাক্ষী ২১১ জন। যাদের প্রায় সবার সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আর এই ঘটনায় আদালতে উপস্থাপন করা হয় ৭৫টি আলামত।

আসামিপক্ষের আইনজীবী বলছেন, সাক্ষীদের কেউই আসামিদের ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি। এ মামলায় যাদের আসামি করা হয়েছে চার্জশিটেও তাদের জড়িত থাকার কোনও প্রমাণ দেখাতে পারেনি রাষ্ট্রপক্ষ। দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলে শুক্রবার (১৫ নভেম্বর) এমনটাই খবর প্রকাশ করেছে। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, মামলাটি সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালে আছে। যে কোনও দিন রায়ের তারিখ জানানো হবে।

গুরুত্বপূর্ণ এ মামলার চার্জশিট দুর্বল বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিভাগের অধ্যাপক জিয়া রহমান। তিনি বলছেন, এ ধরনের দুর্বল চার্জশিটের কারণে আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যেতে পারে প্রকৃত অপরাধীরা।

জঙ্গিবাদ মোকাবেলায় আইন-শৃঙ্খলা বাহিনীকে আরও আধুনিক হওয়ার পরামর্শ এই বিশেষজ্ঞের।

এসএমএম

আরও পড়ুন