• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১৯, ২০১৯, ০৮:৩৫ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১৯, ২০১৯, ০৮:৩৯ পিএম

জাহাজ ভাঙ্গায় নিহতের পরিবার

ক্ষতিপূরণ দেয়ার তথ্য চেয়েছেন হাইকোর্ট 

ক্ষতিপূরণ দেয়ার তথ্য চেয়েছেন হাইকোর্ট 

জাহাজ ভাঙা শিল্পে বিভিন্ন দুর্ঘটনার বিষয়ে অনুসন্ধান, দায়ীদের বিরুদ্ধে নেয়া শাস্তিমূলক ও সংশোধনমূলক পদক্ষেপ এবং আহত-নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ, চিকিৎসা ও পুনর্বাসনের পদক্ষেপের বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়।

আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী সাঈদ আহমেদ কবীর। আগামী ৫ জানুয়ারি এ বিষয়ে একটি প্রতিবেদন আদালতে দাখিল করতে হবে।

ওই আইনজীবী আরো জানান, শিল্প মন্ত্রণালয়; শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়; পরিবেশ অধিদপ্তর; বিস্ফোরক অধিদপ্তর; কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরকে আদালতের এ নির্দেশনা পালন করতে হবে।

আদালতে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান। তাকে সহায়তা করেন আইনজীবী সাঈদ আহমেদ কবীর।

এমএ/টিএফ

আরও পড়ুন