• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ২০, ২০১৯, ০৭:৩৫ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২০, ২০১৯, ০৭:৩৬ পিএম

কাউন্সিলর মমিনুল হকের বিরুদ্ধে দুদকের মামলা

কাউন্সিলর মমিনুল হকের বিরুদ্ধে দুদকের মামলা
এ কে এম মমিনুল হক সাঈদ -ফাইল ছবি

ক্যাসিনো অভিযান শুরুর আগেই বিদেশে পালিয়ে যাওয়া ‍ডিএনসিসির বহিষ্কৃত ওয়ার্ড কাউন্সিলর এ কে এম মমিনুল হক সাঈদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বিরুদ্ধে ৪ কোটি ৪৭ লাখ ৬৬ হাজার ২৬১ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ করা হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) দুদকের সহকারী পরিচালক মো. আতাউর রহমান সরকার বাদী হয়ে মামলাটি করেন।

দুদকের উপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, অসৎ উদ্দেশ্যে নিজ ক্ষমতার অপব্যবহার করে ক্যাসিনো ব্যবসাসহ বিভিন্ন অবৈধ ব্যবসা ও অবৈধ কার্যক্রমের মাধ্যমে মমিনুল হক সাঈদ ৪ কোটি ৪৭ লাখ ৬৬ হাজার ২৬১ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। যা তার জ্ঞাত আয়ের সাথে অসংগতিপূর্ণ। একই সঙ্গে এটি দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ। 

মমিনুল হক সাঈদ একই সঙ্গে বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) সাধারণ সম্পাদকও। রাজধানীর ওয়ান্ডারার্স ক্লাবটি পরিচালিত হতো তার নেতৃত্বে। এ ক্লাবে খেলার বদলে জুয়ার টাকায় জৌলুসের দৃশ্য ধরা পড়ার পরই তার সম্পর্কে খোঁজখবর নেয়া শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এক পর্যায়ে ক্যাসিনো বিরোধী অভিযান শুরুর আগেই তিনি বিদেশে (সিঙ্গাপুর) পালিয়ে যান।

এইচএস/একেএস

আরও পড়ুন