• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ২১, ২০১৯, ০৯:০১ এএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২১, ২০১৯, ০৯:০১ এএম

ফরিদপুরের এএসপিকে হাইকোর্টে তলব

ফরিদপুরের এএসপিকে হাইকোর্টে তলব

ফরিদপুরের সহকারী পুলিশ সুপারকে (এএসপি) তলব করেছে হাইকোর্ট। সালথা উপজেলার ছারোয়ার হত্যা মামলার আসামি তাজুল ইসলাম ওরফে তাজিবুল ইসলাম ওরফে নাজমুল ইসলামের প্রকৃত বয়স কত তা জানাতে এএসপি তলব করেছে আদালত। আগামী ১১ ডিসেম্বর তাকে সশরীরে আদালতে উপস্থিত হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) তাজুল ইসলামের জামিন আবেদনের ওপর শুনানিতে হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে এদিন জামিন আবেদনকারীর পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট ইলিয়াস আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসের বাপ্পী।

ছারোয়ার হত্যার ঘটনায় নিহতের ভাই মাহবুব মাতব্বর বাদী হয়ে ৪৪ জনের বিরুদ্ধে ২০১৭ সালের ২৯ মে মামলা করেন। মামলায় তাজুলের বয়স দেখানো হয় ২০ বছর। এরপর তদন্ত শেষে পুলিশ ২০১৮ সালের ২৪ মে অভিযোগপত্র দেয়। এ মামলায় তাজুলকে অব্যাহতির সুপারিশ করেন তদন্ত কর্মকর্তা। ওই অভিযোগপত্রে তাজুলের বয়স দেখানো হয় ২৮ বছর। এরপর সিআইডি অধিকতর তদন্ত শেষে গত বছর ২৭ ডিসেম্বর তাজুলসহ সকল আসামির (৪৪ জন) বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। এখানে তাজুলের বয়স দেখানো হয় ১৭ বছর। এ কারণে এএসপিকে তলব করেন আদালত।

এমএ/টিএফ
 

আরও পড়ুন