• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ২৬, ২০১৯, ০৫:২৪ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২৬, ২০১৯, ০৫:২৪ পিএম

বিচারপতিপুত্রের বিরুদ্ধে রিট শুনতে হাইকোর্টের অপারগতা

বিচারপতিপুত্রের বিরুদ্ধে রিট শুনতে হাইকোর্টের অপারগতা

এক বিচারপতির পুত্রকে সরাসরি হাইকোর্টের আইনজীবী হিসেবে গেজেট প্রকাশের বৈধতা নিয়ে রিট শুনতে অপারগতা প্রকাশ করেছে হাইকোর্ট। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিচাপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিট আবেদনটি ফেরত দেয়।  

আবেদনটি শুনানির জন্য উঠলে আদালত বলে, ‘এই রিট মামলা শুনতে আমরা অপারগতা প্রকাশ করছি।’

আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী অনিক আর হক ও রিটকারি আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন।

আইনজীবী অন্তর্ভুক্তির পরীক্ষায় অনুত্তীর্ণ হওয়ার পরও এক বিচারপতির ছেলেকে সরাসরি হাইকোর্টের আইনজীবী গেজেট প্রকাশের বৈধতা চ্যালেঞ্জ করে গত ২১ নভেম্বর এই রিট দায়ের করা হয়।

আবেদনে বলা হয়, বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় কয়েকবার অংশ নিয়েও কৃতকার্য হতে পারেননি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি আবু জাফর সিদ্দিকীর ছেলে মো. জুম্মান সিদ্দিকী। অথচ গত ১৯ সেপ্টেম্বর জুম্মান সিদ্দিকীকে সরাসরি হাইকোর্টের আইনজীবী হিসাবে অন্তর্ভুক্ত করা হয়। পরে গত ৩১ অক্টোবর এই বিষয়ে গেজেট প্রকাশ করা হয়েছে।

রিটে ওই গেজেট এবং ১৯৭২ সালের বাংলাদেশ বার কাউন্সিল অর্ডারের ২১(১)(খ) ও ৩০(৩) ধারা চ্যালেঞ্জ করা হয়েছে। জুম্মান সিদ্দিকীসহ বার কাউন্সিলের সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।

এমএ/টিএফ

আরও পড়ুন