• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ২, ২০১৯, ১২:১৭ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ২, ২০১৯, ১২:১৭ পিএম

‘সিসি ক্যামেরা বসিয়েও অনিয়ম রুখতে পারছি না’

‘সিসি ক্যামেরা বসিয়েও অনিয়ম রুখতে পারছি না’
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন-ফাইল ছবি

সুপ্রিমকোর্টের এফিডেভিট শাখায় সিসি ক্যামেরা বসানোর পরও অনিয়ম রুখতে পারছেন না বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

সোমবার (২ ডিসেম্বর) সকালে একটি মামলার শুনানিকে কেন্দ্র করে আপিল বেঞ্চে প্রধান বিচারপতি এই মন্তব্য করেন।

এ দিন মামলার শুনানি করতে গিয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আদালতকে বলেন, আজ একটি মামলা আপিল বিভাগের কার্যতালিকায় ৩ নম্বর ক্রমিকে থাকার কথা থাকলেও সেটি ৯০ নম্বর ক্রমিকে দেখা গেছে। কীভাবে গেলো, তা আপিল বিভাগের কাছে জানতে চান তিনি। 

এ সময় প্রধান বিচারপতি তিনি বলেন, ‘কী আর করবো বলেন? এফিডেভিট শাখায় সিসি ক্যামেরা বসিয়েও অনিয়ম রুখতে পারছি না।’ এ সময় আপিল বেঞ্চে আরও চার বিচারপতি উপস্থিত ছিলেন।     

প্রধান বিচারপতি আরও বলেন, সিসি ক‌্যামেরা বসালাম (এফিডেভিট শাখা কক্ষে)। এখন সবাই বাইরে এসে এফিডেভিট করে। 

তখন অ্যাটর্নি জেনারেল বলেন, অনেকেই মামলার তালিকা উপর-নিচ করে কোটিপতি হয়ে গেছেন।

প্রধান বিচারপতি আরও বলেন, রাষ্ট্রপক্ষের অনেক আইনজীবীও আদালতে আসেন না, বেতন বেশি হওয়ার কারণে এমন হচ্ছে। বেতন কম হলে তারা ঠিকই কষ্ট করে আদালতে আসতেন।

এরপর প্রধান বিচারপতি তাৎক্ষণিক এক আদেশে ডেপুটি রেজিস্ট্রার মেহেদী হাসানকে তলব করেন। তবে মামলার সিরিয়াল করা নিয়ে মেহেদী হাসানের ব্যাখায় অসন্তোষ প্রকাশ করে তাকে সতর্ক করে দেয় প্রধান বিচারপতির নেতৃত্ব আপিল বেঞ্চ।

পরে ডেপুটি রেজিস্ট্রারকে সঠিকভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেয়া হয়।

এমএ/একেএস/এসএমএম

আরও পড়ুন