• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ২, ২০১৯, ০১:৩৪ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ২, ২০১৯, ০১:৩৬ পিএম

পাঁচ শতাংশ পুলিশের জন‌্য বাহিনীর অর্জন প্রশ্নবিদ্ধ : হাইকোর্ট

পাঁচ শতাংশ পুলিশের জন‌্য বাহিনীর অর্জন প্রশ্নবিদ্ধ : হাইকোর্ট

পুলিশ সদস্যদের পাঁচ শতাংশের দুর্নীতির জন্য পুরো বাহিনীর অর্জন প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।

সোমবার (২ ডিসেম্বর) বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই মন্তব্য করেন।

আদালত বলেন, এই পাঁচ শতাংশ পুলিশ ধরেই নিয়েছে, দুর্নীতি করলে তাদের কিছু হবে না।

সংশ্লিষ্ট মামলায় আদালত রাজধানীর উত্তর পূর্ব থানার এএসআই মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে রুল জারি করেছেন আদালত। রুলে ১৫ দিনের মধ্যে পুলিশের আইজিকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ বাশার আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেন।

এমএ/একেএস

আরও পড়ুন