• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: ডিসেম্বর ২, ২০১৯, ০৩:২৬ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ২, ২০১৯, ০৩:২৬ পিএম

আরপিজিসিএল এর মহাব্যবস্থাপকসহ ৩ জনকে দুদকে তলব

আরপিজিসিএল এর মহাব্যবস্থাপকসহ ৩ জনকে দুদকে তলব

অর্থ আত্মসাতের অভিযোগে প্রাকৃতিক গ্যাস কোম্পানির (আরপিজিসিএল) দুই মহাব্যবস্থাপকসহ ৩ জনকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির উপ-পরিচালক মো. আবু বকর সিদ্দিক সই করা তলবি চিঠির সূত্রে এসব তথ্য জানা যায়।

 সোমবার (২ ডিসেম্বর) দুদকের জনসংযোগ দফতর চিঠির বিষয়টি নিশ্চিত করেছে।

তলবকৃতরা হলেন- রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানির (আরপিজিসিএল) মহাব্যবস্থাপক (অর্থ) মো. বাবর আলী, মহাব্যবস্থাপক (প্রশাসন) রুচিরা ইসলাম ও ব্যবসায়ী মো. আশরাফ হোসেন। 

দুদকের প্রধান কার্যালয় থেকে সম্প্রতি এ সংক্রান্ত চিঠিটি পাঠানো হয়েছে। চিঠিতে তাদের আগামীকাল (৩ ডিসেম্বর) সেগুনবাগিচাস্থ দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য প্রদানের জন্য বলা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের জনতা ব্যাংক পল্লী বিদ্যুতায়ন বোর্ড শাখা থেকে ৯০ লাখ টাকা জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ হয়।আত্মসাতের প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযোগটি চলতি বছরের অক্টোবরে আমলে নিয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় কমিশন।

এইচএস/একেএস

আরও পড়ুন