• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০১৯, ০৮:৩৯ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ৫, ২০১৯, ০৮:৪০ পিএম

বার কাউন্সিলের আইনজীবী অন্তর্ভুক্তির পরীক্ষা ২৮ ফেব্রুয়ারি

বার কাউন্সিলের আইনজীবী অন্তর্ভুক্তির পরীক্ষা ২৮ ফেব্রুয়ারি

বাংলাদেশ বার কাউন্সিলের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তির (ইনরোলমেন্ট) জন্য বাংলাদেশ বার কাউন্সিলের নৈর্ব্যক্তিক পরীক্ষা (এমসিকিউ) ২০২০ সালের ২৮ ফেব্রুয়ারি। ওইদিন সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বার কাউন্সিলের সচিব (ভারপ্রাপ্ত) মো. আফজল-উর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বার কাউন্সিলের পরবর্তী এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষা আগামী ২৮ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে ১১টায় অনুষ্ঠিত হবে। পরীক্ষার প্রবেশপত্র বিতরণের সময়সূচি এবং এ সংক্রান্ত অন্যান্য নির্দেশনাবলী পরবর্তীতে নোটিশের মাধ্যমে জানানো হবে, যা বার কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এমএ/একেএস 

আরও পড়ুন