• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০১৮, ০২:০৩ পিএম

নেপালে শিক্ষাসফরের বাস খাদে পড়ে নিহত ২৩

নেপালে শিক্ষাসফরের বাস খাদে পড়ে নিহত ২৩
মেয়াদোত্তীর্ণ যানবাহন এবং সংস্কারহীন সড়কপথের কারণে নেপালে সড়ক দুর্ঘটনা নিয়মিত ঘটনা হয়ে দাড়িয়েছে

 

নেপালের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শিক্ষাসফরের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর গিরিখাদের নিচে নদীতে পড়ে ২৩ জন নিহত হয়েছে। নিহতের মধ্যে বাস চালক ও দুজন শিক্ষক এবং বাকিরা ছাত্র। ঘটনায় আরো ১৫ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

কাঠমান্ডু থেকে ৪০০ কিলোমিটার পশ্চিমের দুর্গম দাং জেলা থেকে ঘোরানি শহরে ফেরার পথে শুক্রবার তুলসিপুরের কাছে পাহাড়ি রাস্তা থেকে বাসটি ৭০০ মিটার নিচে পড়ে যায়।

উদ্ভিদবিদ্যা বিষয়ক শিক্ষা সফরের অংশ হিসেবে কৃষ্ণ সেন ইছুক পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষক-শিক্ষার্থীরা দাংয়ের একটি কৃষিখামার দেখতে গিয়েছিলেন। ফেরার পথেই বাসটি দুর্ঘটনায় পড়ে। বাসে ৩৭ জন আরোহী ছিল।

স্থানীয় পুলিশ কর্মকর্তা প্রেম বাহাদুর শাহ বলেছেন, ১৬ জনের লাশ উদ্ধার করা গেছে। এর মধ্যে তিনজন নারী রয়েছে।

নিহত শিক্ষার্থীদের অধিকাংশের বয়স ১৬ থেকে ২০ বছরের মধ্যে। এদের মধ্যে ২২ জন ঘটনাস্থলে ও একজন কাছের একটি হাসপাতলে নেয়ার পর মারা গেছে।

পুলিশ কর্মকর্তা বেল বাহাদুর পান্ডে বলেন, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে দ্রুত গতিতে গাড়িটি চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

সুত্র: আল জাজিরা