• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০১৯, ০২:০৮ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ১০, ২০১৯, ০২:২৩ পিএম

এফিডেভিট শাখায় অনিয়ম : ব্যবস্থা নিতে দুই কর্মকর্তাকে দায়িত্ব

এফিডেভিট শাখায় অনিয়ম : ব্যবস্থা নিতে দুই কর্মকর্তাকে দায়িত্ব

সুপ্রিম কোর্টের এফিডেভিট শাখার অনিয়ম দূর করতে বিচার বিভাগীয় দুই কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছেন প্রধান বিচারপতি। কর্মকর্তারা হলেন- ডেপুটি রেজিস্ট্রার আব্দুর রহমান এবং সহকারী রেজিস্ট্রার ওমর হায়দার।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আলী আকবর গণমাধ্যমকে জানান, প্রশাসনের কর্মবণ্টন অনুযায়ী তাদের এ দায়িত্ব দেয়া হয়েছে।

প্রসঙ্গত গত ২ ডিসেম্বর সুপ্রিম কোর্টের এফিডেভিট শাখায় সিসি ক্যামেরা বসানোর পরও অনিয়ম রুখতে না পারায় অসন্তোষ প্রকাশ করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এরই ধারাবাহিকতায় পরদিন ৩ ডিসেম্বর সকালে সুপ্রিম কোর্টের এফিডেভিট শাখার সকল কর্মকর্তা-কর্মচারীকে বদলি করে প্রশাসন।
 
এফিডেভিট শাখায় সিসি ক্যামেরা বসানোর পরও অনিয়ম বন্ধ করতে না পারায় হতাশা প্রকাশ করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, সিসি ক্যামেরা বসালাম (এফিডেভিট শাখা কক্ষে), এখন সবাই বাইরে এসে এফিডেভিট করে। সিসি ক্যামেরা বসিয়েও অনিয়ম রুখতে পারছি না।

রাষ্ট্রপক্ষের অনেক আইনজীবীও আদালতে আসেন না। বেতন বেশি হওয়ার কারণে এমন হচ্ছে। বেতন কম হলে তারা ঠিকই কষ্ট করে আদালতে আসতেন।

এমএ/একেএস

আরও পড়ুন